বাঘা সাংবাদিকের নিরপেক্ষ কলম কালজয়ী হোক

শেয়ার করুন         জন্ম হয়েছে মানুষ হয়ে, বড় আশা ছিলো, বুক ভরা স্বপ্নের ঢলও ছিলো। আমি মানুষ হয়ে বিশ্ব মানবে ঘুরে দেখব। বিশ্ব দেখা হয়নি, আর বিশ্ব মানবতো বহুদূরের গগন সীমার ওপারে। জীবন খুব ধীর গতিতে চলছে নানা ঝড়বৃষ্টি ঢেউ সাগর আর কাদামাখা পথ অতিক্রম করে। আমি পথ হাঁটছি, হাজারো মানুষ দেখে চলেছি। একসময় দূর থেকে অনেকেই দেখতাম এখন কাছে থেকে দেখি। যাদের কাছে থেকে দেখেছি তাদের অনেকেই আজ আমার থেকে দূরে। মানুষ চিনবার নেশায় আলো আধার ঝড়বৃষ্টি রোদ বাচ বিচার না করেই পথে নেমেছি। সে মানুষ চিনব বলে।বহুদূর পথ হেঁটে আজ … Continue reading বাঘা সাংবাদিকের নিরপেক্ষ কলম কালজয়ী হোক